ঢাকা, সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১ আপডেট : ৬ ঘন্টা আগে
শিরোনাম

উচ্চশিক্ষায় প্রান্তিক শিক্ষার্থীদের উদ্বুদ্ধ  করার কথা ভাবছে 'ডুসার'

  ঢাবি প্রতিনিধি

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৫, ০৮:১৩

উচ্চশিক্ষায় প্রান্তিক শিক্ষার্থীদের উদ্বুদ্ধ  করার কথা ভাবছে 'ডুসার'
উচ্চশিক্ষায় প্রান্তিক শিক্ষার্থীদের উদ্বুদ্ধ  করার কথা ভাবছে 'ডুসার'। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের উপকূলীয় উপজেলা রামগতির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন এবং উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার কথা ভাবছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রামগতি উপজেলার শিক্ষার্থীদের সংগঠন 'ডুসার'।

শুক্রবার বিকেল ৫টায় রাজধানীর নিউ এলিফ্যান্ট রোডে অবস্থিত স্টার কাবাবে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে এমন ভাবনা তুলে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রামগতির সাবেক এবং বর্তমান শিক্ষার্থীরা।

এসময় বাংলাদেশ সরকারের অতিরিক্ত পুলিশ সুপার ফাইযুল ইসলাম বাবু,শাহজালাল ইসলামি ব্যাংকের সহকারী সহ-সভাপতি ড.মো. মাইনুদ্দিন, 'স্বপ্ন নিয়ে' সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা আশরাফুল আলম হান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নদীমাতৃক উপকূলীয় উপজেলা রামগতির সংগ্রামী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা। সেই সাথে আর্থসামাজিক প্রেক্ষাপটে মানসম্মত শিক্ষার সুবিধা থেকে উপকূলীয় এই অঞ্চলের শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে উল্লেখ করে বক্তারা দুঃখ প্রকাশ করেন।

নবীন শিক্ষার্থীদের মধ্যে দর্শন বিভাগের শিক্ষার্থী ইপান মোহাম্মদ আরমান,গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আরমান হোসেন, শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের শিক্ষার্থী মোহাম্মদ আলী জিন্নাহসহ অনেকেই উচ্চ শিক্ষা থেকে পিছিয়ে পড়া প্রান্তিক উপজেলা রামগতির শিক্ষার্থীদেরকে পথ প্রদর্শনের প্রত্যাশা ব্যক্ত করেন।

ডুসারের সাবেক সভাপতি রাকিব হোসেন, মো. হাবিবুর রহমান, বর্তমান সভাপতি আব্বাস উদ্দিন বিজয় এবং সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলামসহ উপস্থিত অনেকেই প্রান্তিক উপজেলা রামগতির আর্থসামাজিক প্রেক্ষাপটে উচ্চশিক্ষার পথে নানা সীমাবদ্ধতার কথা উল্লেখ করেন। মানসম্মত শিক্ষা এবং সঠিক নির্দেশনার অভাবে অনেক মেধাবী শিক্ষার্থী উচ্চশিক্ষার পথে অগ্রসর হতে পারে না বলে তারা আক্ষেপ প্রকাশ করেন।

এসময় ব্যক্তি এবং সাংগঠনিক উদ্যোগে উচ্চশিক্ষার প্রতি শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার পরিকল্পনা নিয়ে আলোচনা করেন তারা। শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষিত সমাজ গঠনের মাধ্যমে সমৃদ্ধ জন্মভূমি গঠন করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

অতিরিক্ত পুলিশ সুপার ফাইযুল ইসলাম বাবু, শাহজালাল ইসলামি ব্যাংকের ফ্যাকাল্টি মেম্বার ড. মো. মাইনুদ্দিন,'স্বপ্ন নিয়ে' সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা আশরাফুল আলম হান্নান, উচ্চশিক্ষার বিস্তারে ডুসারের উদ্যোগে পাশে থেকে সাহায্য করার আশ্বাস প্রদান করেন।

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত